কৃষিই সমৃদ্ধি
সিটিজেন চার্টার
সকল শ্রেণীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু এবং কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা, যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।
এই মিশন স্টেটমেন্টকে লÿ্যধার উপজেলা কৃষি অফিস, ঘিওর, মানিকগঞ্জ। নিম্নোক্ত সেবা প্রদান করে থাকেঃ
সেবা/অধিকারের বিষয় |
সেবা প্রদানের পদ্ধতি ও শর্তাবলী |
সময় সীমা |
প্রতিকার পদ্ধতি |
(১)সকল শ্রেণীর কৃষকদের চাহিদা ভিত্তিক সম্প্রসারণ সেবা প্রদান করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(২) কৃষি সম্প্রসারণ কর্মকাজে কৃষকদের অংশ গ্রহণ বৃদ্ধি করার নিমির্ত্তে উৎপাদন কলা কৌশল গ্রহনে কৃষকদের উদ্ভদ্ধ ও সহযোগীতা করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(৩) কৃষি গবেষনা চাহিদা নিরপন এবং উদ্ভাবিত প্রযুক্তি চাষীদের দোর গোড়ায় পৌছানো জনপ্রিয়করণ ও প্রয়োজনীয় সহযোগীতা করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(৪) কৃষি সম্প্রসারণ কমী ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(৫) গ্রামীণ জনগনের সার্বিক আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষকও উন্নয়ন করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(৬) সকল কৃষক দলের সাথে দলীয় ভিত্তিতে কাজ করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(৭) কৃষি ভিত্তিক বানিজ্য সম্প্রসারণে সহায়তা প্রদান করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(৮) কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও সহজ ব্যবহারে কৃষকদের সহায়তা প্রদান করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(৯) কৃষক মাঠ স্কুল ও আই পি এম / আই সি এম ক্লাবের মাধ্যমে সমন্বিত ভাবে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করা। (১০) কৃষকদের যে সকল সমস্যা সমাধানে জাতীয় পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন সে সমস্ত চাহিদা ও সমস্যা নিরূপন পূর্বক কৃষি মন্ত্রণালয়
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১১) কীটনাশক, সার ও মাটি ইত্যাদ্দি কৃষি উপকরনের মান নিয়ন্ত্রন ও সুষম ব্যবহার নিশ্চিত করনের নিমিত্তে পরীক্ষা করা ওতদারকি
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১২)নারীকে কৃষির মূল স্রোতে সমৃত্তকরন ও নারীর ক্ষমতায়নে সহায়তা করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১৩) নারীকে কৃষির মূল স্রোতে সমৃত্তকরন ও নারীর ক্ষমতায়নে সহায়তা করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১৪)কৃষক পর্যায়ে মান সম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ, ফল ও সবজী সম্প্রসারণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারনের লক্ষে কর্মসুচী
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১৫)মধ্য ও দীর্ঘ মেয়াদী টেকসই পরিবেশ সহায়ক সম্প্রসারণ কর্মসুচী ও ফসল উৎপাদন প্যাকেজ প্রনয়ন ও তা প্রসারে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১৬) দুযোগ ব্যবস্থাপনা কৃষি পূর্নবাসন ও কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষকদের সহায়তা প্রদান করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১৭)উৎপাদন খরচ কমনোর লক্ষে ভর্তুকী মুল্যে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ কৃষক পর্য্যায় সরবরাহ।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১৮)সুষম মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করার জন্য উপজেলা সদর সহ ইউনিয়ন পর্যায় মাটি পরিক্ষা করা এবং এ বিষয়ে চাষী ভাইদের সচেতনতা বৃদ্ধি করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(১৯)সেচ পানির অপচয়রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সেই অনুযায়ী কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করা।
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
(২০)রোপা ও বোরো ধানে এল,সি,সি ও গুটি ইউরিয়া ব্যবহার বৃদ্ধি ও কৃষকের শ্রম লাগবে নতুন প্রযুক্তি হিসাবে ড্রাম সিডারের ব্যবহারকে জন প্রিয় করে তোলার প্রয়াস চালিয়ে যাওয়া
|
আবেদনের প্রেক্ষিণ |
অফিস চলাকালীন সময় |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS